The Statesman দৈনিক স্টেটসম্যান

দৈনিক স্টেটসম্যান সংবাদপত্রে লেখা পাঠানোর নিয়মাবলী

Published on by খোঁজ

দৈনিক স্টেটসম্যান

বিখ্যাত ইংরেজি ভাষার সংবাদপত্র ‘দ্য স্টেটসম্যান’ পত্রিকার প্রাত্যহিক বাংলা সংস্করণ হল ‘দৈনিক স্টেটসম্যান’। ২০০৪ সালের ২৮ জুন প্রথম প্রকাশিত হয়, বর্তমান সম্পাদক মানস ঘোষ। সদর দপ্তর কলকাতা, ভারত।


দৈনিক স্টেটসম্যান,The Statesman,The Statesman Limited,bichitra,rangberang
সৌজন্যে: খোঁজ

রবিবারের পাতা বিচিত্রায় লেখা পাঠানোর নিয়মাবলী

(১) মৌলিক ও অপ্রকাশিত লেখা অবশ্যই ইউনিকোড ফন্টে ই-মেল বডিতে লিখতে হবে অথবা ওয়ার্ড ফাইলে লিখে মেল বডিতে কপি-পেস্ট করে পাঠাতে হবে।

(২) কবিতা অনধিক ২০ লাইন, গল্পের শব্দসংখ্যা ১৬০০ থেকে ১৮০০-র মধ্যে হওয়া বাঞ্ছনীয়।

(৩) সম্পূর্ণ ঠিকানা ও ফোন নম্বর না থাকলে সে লেখা বাতিল করা হবে।

(৪) লেখা প্রকাশের জন্য ছয় মাস অপেক্ষা করতে হবে।


বিচিত্রায় লেখা পাঠানোর ই-মেল :

dainikstatesman.bichitra@gmail.com


শনিবারের পাতা রংবেরং -এ লেখা পাঠানোর নিয়মাবলী

(১) ছোটদের জন্য ছড়া, কবিতা, গল্প ও নিবন্ধ পাঠাতে পারেন।

(২) গল্প ও নিবন্ধের শব্দ সংখ্যা অনধিক ৭০০ হওয়া বাঞ্ছনীয়। কবিতা বা ছড়া ২০ লাইনের মধ্যে হওয়া চাই।

(৩) লেখা অবশ্যই ইউনিকোড ফন্টে ই-মেল বডিতে লিখতে হবে অথবা ওয়ার্ড ফাইলে লিখে মেল বডিতে কপি-পেস্ট করে পাঠাতে হবে।

(৪) ছোটোরাও তাদের আঁকা ছবি পাঠাতে পারে।

(৫) লেখার সঙ্গে সম্পূর্ণ ঠিকানা ও ফোন নম্বর দেওয়া জরুরি।


রংবেরং লেখা পাঠানোর ই-মেল :

dainikstatesman.rongberong@gmail.com


যোগাযোগ

■ দ্য স্টেটসম্যান লিমিটেড
স্টেটসম্যান হাউস,
৪, চৌরঙ্গী স্কোয়ার, কলকাতা - ৭০০০০১
ফোন: (০৩৩) ৪৮০১৮৪৭১
ওয়েবসাইট: www.thestatesman.com


খোঁজপিডিয়া

■ ১৮৭৫ সালে রবার্ট নাইট প্রতিষ্ঠিত ইংরেজি ভাষার ব্রডশীট দৈনিক সংবাদপত্র The Statesman কলকাতা, নতুন দিল্লি, শিলিগুড়ি এবং ভুবনেশ্বরে একযোগে প্রকাশিত হয়। স্টেটসম্যান ১৯৬০ সাল পর্যন্ত ব্রিটিশ মালিকানাধীন ছিল।