সুখী গৃহকোণ পত্রিকায় লেখা পাঠানোর নিয়ম - শব্দ সংখ্যা, বিষয়, লেখা জমা দেওয়ার শেষ তারিখ

সুখী গৃহকোণ পত্রিকায় লেখা পাঠানোর নিয়মাবলী

Published on by খোঁজ

সুখী গৃহকোণ

সাহিত্য, সংস্কৃতি, জীবনযাত্রা, বিনোদন, রান্নার রেসিপি এবং অন্যান্য বিষয় নিয়ে সমৃদ্ধ ‘সুখী গৃহকোণ’ হল মহিলাদের জন্য বর্তমান প্রকাশনার একটি জনপ্রিয় বাংলা মাসিক পত্রিকা। প্রতি ইংরেজি মাসের ১ তারিখ প্রকাশিত হয়। ২০০০ সালে প্রথম প্রকাশিত এই পত্রিকাটি (RNI. No. WBBEN/2000/1428)। বর্তমান সম্পাদক হলেন অন্বেষা দত্ত।


সুখী গৃহকোণ, sukhigrihakon, Bartaman Pvt Ltd
সৌজন্যে: খোঁজ


লেখা পাঠানোর নিয়ম

(১) লেখাটি অপ্রকাশিত ও মৌলিক হতে হবে। এমনকী সোশ্যাল মিডিয়া, ওয়েব ম্যাগাজিন ও পোর্টালে প্রকাশিত কোনও লেখা পাঠাবেন না। অন্যথায় সেই লেখকের কোনও লেখা কখনও নির্বাচিত হবে না।

(২) অবশ্যই বিষয় উল্লেখ করবেন। একই লেখক একাধিক লেখা একসঙ্গে পাঠাবেন না।

(৩) ইমেলে সব লেখাই ইউনিকোডে ওয়ার্ড ফাইলে পাঠান। ডাকযোগেও পাঠাতে পারেন। সঙ্গে নাম, ফোন নম্বর ও ঠিকানা অবশ্যই দেবেন।

(৪) অমনোনীত লেখা ফেরতযোগ্য নয়।

(৫) লেখা মনোনয়নের জন্য অন্তত আট মাস অপেক্ষা করতে হবে। মনোনীত হলে দপ্তর থেকেই যোগাযোগ করে নেওয়া হবে।

লেখার বিষয় ও শব্দ সংখ্যা

গল্প, রহস্য-উপন্যাস, ভ্রমণকাহিনি ও বিশেষ রচনা পাঠান। ১৫০০-৩০০০ শব্দের মধ্যে গল্প, ভ্রমণকাহিনি ও বিশেষ রচনা পাঠান। রহস্য-উপন্যাসের শব্দসংখ্যা ১০-১২ হাজার।

লেখা পাঠানোর ঠিকানা

ইমেল: sukhigrihakon@bartamanpatrika.com

ডাকযোগে দপ্তরে লেখা পাঠানোর ঠিকানা:
সুখী গৃহকোণ, বর্তমান, ৬, জে বি এস হ্যালডেন অ্যাভিনিউ, কলকাতা - ১০৫

আপনার Recipe

■ রান্না করতে ভালোবাসেন? বাংলায় রেসিপি পাঠান আপনারও। নিজের তৈরি কোনও আমিষ বা নিরামিষ পদ উপকরণ, প্রণালী (অনধিক ১০০ শব্দে) লিখে ও রান্নার ছবি সহ পাঠিয়ে দিন ‘সুখী গৃহকোণ’ পত্রিকার দপ্তরের ঠিকানায় বা ইমেল এড্রেস sukhigrihakon@bartamanpatrika.com-এ। শিরোনামে ‘আপনার রেসিপি’ কথাটা অবশ্যই লিখবেন। বছরের সেরা রেসিপির জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর ও ছবি পাঠাতে ভুলবেন না।

যোগাযোগ

■ বর্তমান প্রাইভেট লিমিটেড
৬, জে বি এস হ্যালডেন অ্যাভিনিউ,
কলকাতা - ৭০০১০৫
ফোন: ৬৬২২-০১০১/০১১০
ফ্যাক্স: ২৩২৩৩০০৩
ওয়েবসাইট: www.bartamanmagazines.com
• পত্রিকা না পেলে যোগাযোগ করুন:
অরূপ ভট্টাচার্য (কলকাতা) ৮৪২০৪৯৯০১৫
রুদ্রপ্রসাদ কুণ্ডু (জেলা) ৯৮৫১৬৮১৭৭৯