সাপ্তাহিক বর্তমান পত্রিকায় লেখা পাঠানোর নিয়মাবলি
Published on by খোঁজ
বর্তমান
খ্যাতনামা সাংবাদিক বরুণ সেনগুপ্ত ১৯৮৪ খ্রিষ্টাব্দের ৭ই ডিসেম্বর প্রাত্যহিক সংবাদপত্র ‘বর্তমান’ প্রকাশনা শুরু করেন। ১৯৮৭ সাল থেকে বর্তমান প্রকাশনী নিয়মিত প্রকাশ করে আসছে ‘সাপ্তাহিক বর্তমান’(RNI NO. 48049/88) পত্রিকা, বর্তমানে সম্পাদক রয়েছেন তাপসী দাস।

সাপ্তাহিক বর্তমানে লেখা পাঠানোর নিয়ম
(১) সাপ্তাহিক বর্তমানে লেখা পাঠানোর সময় খামের ওপর স্পষ্ট করে ‘সাপ্তাহিক বর্তমান’ এবং বিভাগের নাম লিখে দেবেন।
(২) ডাকযোগ ছাড়া ই-মেলেও লেখা পাঠাতে পারেন। ই-মেলে লেখা পাঠালে অবশ্যই ইউনিকোড ওয়ার্ড ফাইল পাঠাবেন।
(৩) যে কোনও লেখার সঙ্গে অবশ্যই ইংরেজিতে নাম, ঠিকানা ও ফোন নম্বর দেবেন।
(৪) লেখা পাঠানোর পর ৬ মাস অপেক্ষা করে ফোন করবেন।
(৫) লেখা সংক্রান্ত খোঁজ নেওয়ার জন্য দপ্তরের ফোন নম্বরে ফোন করবেন। সময় - সকাল ১১টা থেকে সন্ধে ৬টা।
(৬) লেখা (চিঠি, ব্যাখ্যা নেই ও শব্দছক বাদে) প্রকাশিত হলে সাত দিনের মধ্যে দপ্তরে যোগাযোগ করুন।
(৭) প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে এমন লেখা গ্রহণ করা হয় না।
(৮) লেখা প্রকাশিত হলে সোশ্যাল মিডিয়ায় জানাতে পারেন, তবে সেটি আংশিক। প্রকাশিত হওয়ার ১৫ দিন বাদে সম্পূর্ণ লেখাই পোস্ট করা যাবে।
লেখা পাঠানোর ঠিকানা
৬, জে বি এস হ্যালডেন অ্যাভিনিউ, কলকাতা- ৭০০১০৫
ইমেল: sapb1988@gmail.com
দপ্তরের ফোন: 2251 3292/93
যোগাযোগ
■ বর্তমান প্রাইভেট লিমিটেড
৬, জে বি এস হ্যালডেন অ্যাভিনিউ, কলকাতা- ৭০০১০৫
ফোন: 0336622 0330
ওয়েবসাইট: www.bartamanpatrika.com
খোঁজপিডিয়া
■ ‘ইন্ডিয়ান রিডারশিপ সার্ভে’ অনুসারে পশ্চিমবঙ্গের দ্বিতীয় (১ম ‘আনন্দবাজার পত্রিকা’) সর্বাধিক প্রচারিত বাংলা সংবাদপত্র ‘বর্তমান’ ৮৬ লাখ মানুষ পড়েন। বামফ্রন্টের শাসনামলে, ‘বর্তমান’ পত্রিকা তার কট্টর কমিউনিস্ট-বিরোধী এবং প্রতিষ্ঠা-বিরোধী মতামতের জন্য পরিচিত ছিল। ২০০২ সালে অনলাইন সংস্করণ, ২০০৬ সালে মোবাইল অ্যাপ সংস্করণ এবং ২০২২ সালে হিন্দি দৈনিক প্রকাশ শুরু করে।