সাহিত্য কুইজ
📖 বইপাড়া

খোঁজ (Khonjporibar) পরিবার আয়োজিত একটি জনপ্রিয় অনলাইন ইভেন্ট হল বইপাড়া। সাহিত্যজগত নিয়ে সহজ দশটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনি জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার!

স্বর্গীয় শ্রী শিবপ্রসাদ সিনহা (১৯৪০-২০২৩)-র স্মৃতিতে এই পর্বের পুরস্কারগুলি প্রদান করছেন তাঁর সুযোগ্য পুত্র, শ্রদ্ধেয় ভাস্কর সিনহা মহাশয়। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম তিনজন বিজয়ীর ঠিকানায় ডাকযোগে পুরস্কার পাঠিয়ে দেওয়া হবে।


শর্তাবলী প্রযোজ্য :

➢ প্রশ্ন সংখ্যা ১০টি এবং মোট প্রশ্নমান ১০০। সময় তিন মিনিট (১৮০ সেকেন্ড)।

➣ ব্রাউজারে জিমেইল অ্যাকাউন্ট লগইন আবশ্যক! উন্নত নেটওয়ার্ক ব্যবহার করুন। কুইজ শুরুর পর পেজ রিফ্রেশ করবেন না!

➢ নির্ধারিত সময়ের আগেই আপনার উত্তর Submit বাটনে ক্লিক করে জমা করুন।

➣ অনুগ্রহ করে একাধিক ফর্ম জমা করবেন না!

কুইজ শুরু করুন বাটনে ক্লিক করলেই আপনার সময় শুরু হবে! প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক, কোনো প্রশ্ন স্কিপ করতে পারবেন না!

তাহলে প্রশ্নোত্তর পর্ব শুরু করা যাক! এত্তো শুভেচ্ছা রইল 🤞

⏳ আপনার সময় বাকি
03
মিনিট
00
সেকেন্ড
Time's Up আপনার জন্য নির্ধারিত সময় শেষ হয়েছে!