পুবের কলম সংবাদপত্রে লেখা পাঠানোর নিয়মাবলী
Published on by খোঁজ
পুবের কলম
‘কলম ওয়েলফেয়ার এসোসিয়েশন’ কর্তৃক কলকাতা থেকে প্রকাশিত বিভাগোত্তর বাঙ্গালী মুসলমানদের একমাত্র বাংলা দৈনিক সংবাদপত্র হল ‘পুবের কলম’। প্রথম প্রকাশ ১৯৮১। সদর দপ্তর কলকাতা, ভারত। বর্তমানে এই পত্রিকার সম্পাদক হলেন আহমেদ হাসান।

লেখা আহ্বান (ঈদ সংখ্যা, ২০২৫)
• আগামী মার্চের মাঝামাঝি দৈনিক পুবের কলম ‘ঈদ সংখ্যা' প্রকাশিত হবে। ঈদ সংখ্যার জন্য সম্মাননীয় লেখকদের কাছে লেখা আহ্বান করা হচ্ছে।
লেখার বিষয় ও শব্দ সংখ্যা
• সাহিত্য, ধর্মতত্ত্ব, চলচ্চিত্র, ক্রীড়া, বিনোদন, বিজ্ঞান ও প্রযুক্তি, ইতিহাস ও ঐতিহ্য, ভ্রমণ, সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে লেখা পাঠাতে পারেন।• প্ৰবন্ধ, গল্প ও ভ্রমণ অনধিক ১৫০০-২০০০ শব্দ,
কবিতা অনধিক ১৬ লাইনের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
• ৫ মার্চ, ২০২৫লেখা পাঠানোর ঠিকানা
ইমেল: edit.kalom@gmail.com
যোগাযোগ
■ ৫বি, সরোজিনী নাইডু সরণী,
(৫বি, রডন স্ট্রিট নামে পরিচিত),
৩য় তল, কলকাতা - ৭০০০১৭
মোবাইল: +916290174305
ওয়েবসাইট: www.puberkalom.in
খোঁজপিডিয়া
■ ১৯৮১ সালে ‘পুবের কলম’ একটি মাসিক পত্রিকা হিসেবে চালু হলেও ১৯৮৩ সালে সাপ্তাহিক আকারে প্রকাশিত হয়। ২০১১ সালে ‘সারদা গোষ্ঠী’ এটি কেনে এবং মাস খানিকের জন্য প্রকাশনা স্থগিত হয় ২০১৩ সালে। বর্তমান মালিক ‘কলম ওয়েলফেয়ার এসোসিয়েশন’।