কৃত্তিবাস পত্রিকায় লেখা পাঠানোর নিয়মাবলী
Published on by খোঁজ
কৃত্তিবাস
বাংলা সাহিত্যে জনপ্রিয় ‘তরুণতম কবিদের মুখপত্র’ ‘কৃত্তিবাস’ পত্রিকার জন্ম জুলাই, ১৯৫৩ (শ্রাবণ, ১৩৬০ বঙ্গাব্দ) খ্রিস্টাব্দে। বাংলাদেশের কিংবদন্তি আদিকবি কৃত্তিবাস ওঝার নামে পত্রিকার নামকরণ করেন সিগনেট প্রেসের তৎকালীন কর্ণধার দিলীপকুমার গুপ্ত। আত্মপ্রকাশ সংখ্যার সম্পাদক ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, আনন্দ বাগচী এবং দীপক মজুমদার। সেপ্টেম্বর, ২০১৫ পুরাতন কৃত্তিবাস গোষ্ঠীর দ্বারা প্রকাশিত শেষ সংখ্যা। বীজেশ সাহার উদ্যোগে কলকাতার প্রতিভাস প্রকাশনা থেকে ২০১৫ খ্রিস্টাব্দের ৬ নভেম্বর ত্রৈমাসিক পত্রিকা হিসাবে ‘কৃত্তিবাস’ পুনঃপ্রকাশনা শুরু হয়। বর্তমানে পাক্ষিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয় এবং বর্তমান সম্পাদক বীজেশ সাহা।

কৃত্তিবাস পত্রিকায় লেখা পাঠানোর নিয়ম
(১) অপ্রকাশিত লেখাই গ্রহণযোগ্য।
(২) ডাকযোগে পাঠাবেন। কখনই ই-মেল-এ নয়। রেজিস্ট্রি, ক্যুরিয়র-এও পাঠাতে পারেন।
(৩) নির্ভুল বানানে কাগজের একপিঠে লেখা পাঠাবেন। কম্পিউটার প্রিন্ট হলে
ভালো হয়।
(৪) গল্প ও ফিচার পাঠাবেন অনধিক ২৫০০ শব্দ এবং কবিতা ১৬ লাইনের মধ্যে।
(৫) অমনোনীত লেখা ফেরতযোগ্য নয়।
(৬) লেখা পাঠানোর পরে অন্তত ছয় মাস অপেক্ষা করবেন। ফোনে বা ই-মেলে খোঁজ নেবেন না।
■ চিঠি ঘর
কেমন লাগছে ‘কৃত্তিবাস'? ভালো না মন্দ? জানান অকপটে। আপনার পাঠ প্রতিক্রিয়াই আমাদের এগিয়ে চলার পাথেয়। আমাদের ‘চিঠিঘর’ আপনার অপেক্ষায়।
■ অনুষ্ঠান সংবাদ
সাহিত্য-সংগীত-বইপ্রকাশ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠান অন্তত এক সপ্তাহ আগে।
■ আলোচনা
লিটল ম্যাগাজিন ও নতুন বই এক কপি করে আলোচনার জন্য পাঠান নীচের ঠিকানায়।
লেখা পাঠানোর ঠিকানা
কৃত্তিবাস
প্রযত্নে- প্রতিভাস
১৮এ, গোবিন্দ মণ্ডল রোড
কলকাতা - ৭০০০০২
যোগাযোগ
■ কৃত্তিবাস, প্রযত্নে প্রতিভাস,
১৮এ, গোবিন্দ মণ্ডল রোড, কলকাতা - ৭০০০০২
ফোন: (033) 25578659
মোবাইল: 8240968252
ই-মেল: krittibaspatrika2015@gmail.com
ওয়েবসাইট:
www.prativash.com
খোঁজপিডিয়া
■ ‘কৃত্তিবাস’ পত্রিকার প্রথম সংখ্যায় একটিই মাত্র বইয়ের বিজ্ঞাপন ছিল- সিগনেট প্রেস থেকে প্রকাশিত জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ -এর বিজ্ঞাপন। কৃত্তিবাস পত্রিকা গোষ্ঠীর মধ্যে যারা যুক্ত হন, তারা হলেন- শক্তি চট্টোপাধ্যায়, তারাপদ রায়, জ্যোতিরিন্দ্রনাথ মৈত্র, উৎপলকুমার বসু, মোহিত চট্টোপাধ্যায়, আলোকরঞ্জন দাশগুপ্ত, শ্যামল গঙ্গোপাধ্যায়, দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, কমলকুমার মজুমদার প্রমুখেরা।