কিশোর ভারতী Kishore Bharati

কিশোর ভারতী পত্রিকায় লেখা পাঠানোর নিয়মাবলী

Published on by খোঁজ

কিশোর ভারতী

১৩৭৫ বঙ্গাব্দের মহালয়ার দিন (অক্টোবর, ১৯৬৮) দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় কিশোরদের মাসিক পত্রিকা ‘কিশোর ভারতী’ প্রথম প্রকাশ করেন। বর্তমান সম্পাদক হলেন দীনেশচন্দ্রের পুত্র ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়। প্রকাশক ‘পত্র ভারতী’।


কিশোর ভারতী Kishore Bharati, বাংলা পত্রিকা, শিশু সাহিত্য পত্রিকা
সৌজন্যে: খোঁজ


লেখা পাঠানোর নিয়মাবলী

(১) বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই। যে কেউ লেখা পাঠাতে পারেন।

(২) মৌলিক ও অপ্রকাশিত লেখা পাঠাবেন। সর্বাধিক দুটি লেখা পাঠানো যেতে পারে।

(৩) অনুবাদ লেখার ক্ষেত্রে মূল লেখাটির শিরোনাম, লেখকের নাম ও পরিচয় সংক্ষেপে লিখতে হবে।

(৪) গল্পের ক্ষেত্রে বিষয় উল্লেখ বাঞ্ছনীয়।

(৫) ছড়া, কবিতার ক্ষেত্রে দুটির বেশি একসঙ্গে গ্রাহ্য হবে না।

(৬) স্পষ্ট হাতের লেখায় অথবা টাইপ করে লেখাটির প্রিন্ট আউট পোস্টের মাধ্যমে বা দফতরে এসে জমা দিতে পারবেন।

(৭) লেখার সঙ্গে অবশ্যই লেখকের নাম, যোগাযোগ নম্বর ও সম্পূর্ণ ঠিকানা লিখে পাঠাবেন।

(৮) লেখা পাঠিয়ে ১ বছর পর্যন্ত অপেক্ষায় থাকবেন। এই সময়কালের মধ্যে মনোনীত না হলে, লেখাটি অন্যত্র পাঠাতে পারেন।

(৯) লেখা মনোনীত হলে দপ্তর থেকে ফোন করে জানিয়ে দেওয়া হবে। অমনোনীত লেখা ফেরতযোগ্য নয়।

(১০) লেখা ইউনিকোডে টাইপ করে .doc ফরম্যাটে বা মেইলবডিতে পাঠাতে হবে।

শব্দ-লাইন সংখ্যা :
• গল্প (কম-বেশি ২৫০০ শব্দ)
• ছড়া-কবিতা (কম-বেশি ১২ লাইন)
• ফিচার (কম-বেশি ১২০০ শব্দ)



লেখা পাঠানোর ঠিকানা

ডাকযোগে: ১/১, বৃন্দাবন মল্লিক লেন, কলকাতা - ৭০০০০৯
ইমেল: write.kishorebharati@gmail.com



পত্র ভারতী

■ যোগাযোগের ঠিকানা:
৩/১ কলেজ রো, কলকাতা - ৭০০০০৯
ফোন: +৯১-৩৩-২২৪১১১৭৫
ইমেল: info@patrabharati.com
ওয়েবসাইট: www.patrabharati.com


খোঁজপিডিয়া

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত ‘টুনটুনির গল্প’, ‘গুপী গাইন বাঘা বাইন’, সুকুমার রায়ের ‘হ-য-ব-র-ল’, ‘আবোল তাবোল’, ‘খাই খাই’ ও ‘পাগলা দাশু’, সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’, ‘তারিণীখুড়ো’ ও ‘প্রফেসর শঙ্কু’, বুদ্ধদেব গুহ রচিত ‘ঋজুদা’ প্রভৃতি ‘সন্দেশ’ পত্রিকায় প্রকাশিত জনপ্রিয় সিরিজ।