কবিতাপাক্ষিক kabitapakshik

কবিতাপাক্ষিক পত্রিকায় লেখা পাঠানোর নিয়মাবলি

Published on by খোঁজ

কবিতাপাক্ষিক

কবিতাকে আপডেট করার উদ্দেশ্য নিয়ে তথা বাংলা কবিতার পোস্টমর্ডান চরিত্র গড়ে তোলার চেষ্টায় ১৯৯৩ সালে উত্তর আধুনিক কবিতাচর্চার পথিকৃৎ কবি প্রভাত চৌধুরী ‘কবিতাপাক্ষিক’ শুরু করেন। তরুণ কবিদের কবিতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষার নির্ভরযোগ্য আশ্রয় এই পত্রিকা। বর্তমান সম্পাদিকা যূথিকা চৌধুরী।


লেখা পাঠানোর নিয়মাবলি, কবিতাপাক্ষিক, kabitapakshik, প্রভাত চৌধুরী
সৌজন্যে: খোঁজ

লেখা পাঠানোর নিয়মাবলি

(১) পত্রিকায় যেকোনো সময় লেখা পাঠানো যায়৷ লেখা নির্বাচিত হলে পরবর্তী যেকোনো সংখ্যায় প্রকাশিত হবে।

(২) একসাথে গুচ্ছ কবিতা পাঠানো যায়। অনধিক ১৪ লাইনের ন্যূনতম ১টি বা ২টি কবিতাও পাঠাতে পারেন।

(৩) গদ্য পাঠাতে চাইলে সম্পাদকের সঙ্গে কথা বলে নিতে হবে আগে।

(৪) লেখা পাঠাতে হবে ডক ফাইল ফরম্যাটে বা মেল বডিতে পেস্ট করে।

(৫) লাইন সংখ্যার সীমাবদ্ধতা নেই।

(৬) লেখা পাঠানোর পর ৩ থেকে ৬ মাস অপেক্ষা করতে হবে।


লেখা পাঠানোর ঠিকানা

ইমেল: kabitapakshik93@gmail.com


কবিতাপাক্ষিক

■ বাংলা পত্রিকা ও প্রকাশনা
৩৬ ডি, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা- ৭০০০২৬
ফোন: 9477268263


খোঁজপিডিয়া

■ ‘কবিতাপাক্ষিক’-এর বাৎসরিক গ্রাহক হতে পারেন
গ্রাহক মূল্য: ৬০০ টাকা
(১ বছরের সমস্ত সংখ্যা, ডাকখরচ সহ)

টাকা পাঠাতে হবে নিম্নলিখিত a/c-এ
Kabita Pakshik, Bank of India,
Harish Mukherjee Road Branch
A/C No. : 404010100008821
IFSC : BKID0004040
UPI Number : 9477268263
(পত্রিকায় লেখার সঙ্গে গ্রাহক হওয়ারও কোনো সম্পর্ক নেই)