শুকতারা নবকল্লোল পত্রিকায় লেখা পাঠানোর নিয়মাবলী
Published on by খোঁজ
শুকতারা
মাসিক শিশু সাহিত্য পত্রিকা। ভাষা বাংলা, দেশ ভারত। ফাল্গুন, ১৩৫৪ (ইংরেজি মার্চ, ১৯৪৮) সালে প্রথম প্রকাশিত হয়। প্রকাশক ‘দেব সাহিত্য কুটির’। বর্তমান সম্পাদক রাজর্ষি মজুমদার। সম্পাদকীয় যোগাযোগ- সম্পাদক, শুকতারা, (বিভাগের নাম), ১১নং ঝামাপুকুর লেন, কলকাতা - ৭০০০০৯।
নবকল্লোল
মাসিক বাংলা সাহিত্য পত্রিকা। ১৯৫৯ সালে প্রথম প্রকাশিত হয়। প্রকাশক ‘দেব সাহিত্য কুটির’। বর্তমান সম্পাদক রাজিকা মজুমদার। সম্পাদকীয় যোগাযোগ- ২২/৪সি, ঝামাপুকুর লেন, কলকাতা- ৭০০০০৯।

লেখা পাঠানোর নিয়মাবলী
আপনি কি ‘শুকতারা’, ‘নবকল্লোল’ পত্রিকায় লেখা পাঠাতে চান? লেখা পাঠানোর আগে বিস্তারিত নিয়মাবলীটি অবশ্যই একবার পড়ে নেবেন —
(১) ‘শুকতারা’-র জন্য গল্প আনুমানিক ২০০০ শব্দ এবং ফিচার ১০০০ শব্দের মধ্যে হতে হবে। ছড়া পাঠাবেন ১২ লাইনের মধ্যে।
(২) ‘শুকতারা’-র জন্য কোনো উপন্যাস জমা নেওয়া হয় না। ‘শুকতারা’র ধারাবাহিক উপন্যাস আমন্ত্রণমূলক।
(৩) ‘শুকতারা’-র ‘তোমাদের পাতা’ বিভাগটির জন্য যারা ছোটদের আঁকা ছবি ও লেখা পাঠাতে চান, তারা ছাত্র/ছাত্রীর নাম, বয়স, শ্রেণি, স্কুলের নাম ও ঠিকানা অবশ্যই লেখা বা ছবির অন্য-পিঠে উল্লেখ করবেন। নতুবা তা সরাসরি রিজেক্ট করা হবে।
(৪) ‘নবকল্লোল’-এর জন্য গল্প ও ফিচার যথাক্রমে ২৫০০ ও ১৫০০ শব্দের মধ্যে হতে হবে।
(৫) ‘নবকল্লোল’-এর জন্য উপন্যাস ১৫০০০ থেকে ১৮০০০ শব্দের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।
(৬) কবিতা ১৬ লাইনের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। ভ্রমণ ২০০০ শব্দের মধ্যে হতে হবে।
(৭) লেখা টাইপ করে হার্ডকপি ডাকে অথবা সরাসরি আমাদের দপ্তরে এসে জমা করতে হবে। মেইল-এর মাধ্যমে কোনো লেখা গ্রহণ করা হয় না।
(৮) লেখা সংক্রান্ত যেকোনো বিষয়ের ক্ষেত্রে শুধুমাত্র শ্রী রাজর্ষি মজুমদার ও শ্রীমতী রাজিকা মজুমদারই সিদ্ধান্ত গ্রহণ করেন। এক্ষেত্রে অপর তৃতীয় কোনো ব্যক্তিরই কোনরকম ভূমিকা নেই।
(৯) মনোনয়নের জন্য ৬ থেকে ৮ মাস অপেক্ষা করতে হবে। মনোনীত হলে দপ্তর থেকে ফোন পাবেন।
(১০) যে পত্রিকার জন্য লেখা পাঠাবেন সেই পত্রিকার নাম খামের উপর অবশ্যই উল্লেখ করবেন। লেখার সঙ্গে লেখকের নাম, ঠিকানা ও ফোন নাম্বার থাকা বাধ্যতামূলক।
লেখা পাঠানোর ঠিকানা
ম্যানেজিং ডিরেক্টর
শুকতারা / নবকল্লোল
২১, ঝামাপুকুর লেন
কলকাতা- ৭০০০০৯
দেব সাহিত্য কুটীর (প্রা:) লিমিটেড
■ যোগাযোগের ঠিকানা:
২১, ঝামাপুকুর লেন, কলকাতা - ৭০০০০৯
ফোন: ২৩৫০-৪২৯৪-৪২৯৫-৭৮৮৭
ইমেল: dev_sahitya@rediffmail.com
ওয়েবসাইট: www.devsahityakutir.com

খোঁজপিডিয়া
■ শুকতারা: ১৩৮৯ আশ্বিন-মাঘ ধর্মঘটের জন্য ‘শুকতারা’-র প্রকাশ বন্ধ থাকে। কবিশেখর কালিদাস রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, সুনির্মল বসু, নারায়ণ গঙ্গোপাধ্যায়, শিবরাম চক্রবর্তী, সত্যজিৎ রায়, সৈয়দ মুস্তাফা সিরাজ, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ মজুমদার, সঞ্জীব চট্টোপাধ্যায়, সুচিত্রা ভট্টাচার্য, আশাপূর্ণা দেবী, লীলা মজুমদার, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, পবিত্র সরকার, প্রফুল্ল রায় সহ বাংলার সমস্ত যশস্বী সাহিত্যিক সবাই প্রায় লিখেছেন এই পত্রিকায়। নারায়ণ দেবনাথের অমর সৃষ্টি বাঁটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা, গোয়েন্দা কৌশিক এবং বাহাদুর বেড়াল শুকতারায় প্রকাশিত জনপ্রিয় সিরিজগুলির মধ্যে অন্যতম।