অনুবাদ পত্রিকায় লেখা পাঠানোর নিয়ম - শব্দ সংখ্যা, বিষয়, লেখা জমা দেওয়ার শেষ তারিখ

‘অনুবাদ পত্রিকা’-য় লেখা পাঠানোর নিয়মাবলী

Published on by খোঁজ

অনুবাদ পত্রিকা

এই সময়ের একমাত্র বাংলা অনুবাদ সাহিত্য পত্রিকা হল ভাষা সংসদ কর্তৃক প্রকাশিত ‘অনুবাদ পত্রিকা’১৯৭৫ সাল থেকে প্রকাশিত এই জনপ্রিয় পত্রিকাটি বাংলা ভাষাভাষী পাঠকদের মাতৃভাষায় বিশ্বসাহিত্যের স্বাদ আস্বাদন করিয়ে আসছে। বর্তমানে পত্রিকাটির সম্পাদিকা বিতস্তা ঘোষাল


অনুবাদ পত্রিকা, Anubad Patrika, Bhashasamsad, Translation
সৌজন্যে: খোঁজ


লেখা পাঠানোর নিয়ম

(১) একমাত্র অনুবাদ ও ভালো অনুবাদই বিচার্য। অনুবাদক নন। যে কেউ যখন খুশি অনুবাদ পাঠাতে পারেন। অনুবাদ ছাড়া অন্য কিছু পাঠানো যাবে না। অনুবাদ বাংলা ভাষাতেই হতে হবে।

(২) শব্দ সংখ্যা- অনুবাদ গল্প হলে ১৫০০ থেকে ২০০০, কবিতা অনধিক ৩ টি।

(৩) লেখক ও অনুবাদক পরিচিতি সহ পূর্ণাঙ্গ ঠিকানা ও ফোন নাম্বার দিয়ে মেল করবেন।

(৪) লেখা জমা পড়ার পর ৬-৮ মাস অপেক্ষা করতে হবে। মনোনীত হলে জানিয়ে দেওয়া হবে।

(৫) ইউনিকোডে লেখা পাঠাবেন, সঙ্গে পিডিএফ।

লেখা পাঠানোর ঠিকানা

ইমেল: patrika.anubad@gmail.com

• অফিস টাইম- ১২-৬ টা। প্রয়োজনে এই সময়ে সোম থেকে শুক্রবার ফোন করবেন।
মোবাইল: +919831800960

যোগাযোগ

■ ভাষা সংসদ
৩ নং শম্ভু চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা- ৭
ইমেল: bhashasamsad@gmail.com
মোবাইল: +919830329558
ওয়েবসাইট: www.bhashasamsad.com