আনন্দমেলা পত্রিকায় লেখা পাঠানোর নিয়মাবলী
Published on by খোঁজ
আনন্দমেলা
পাক্ষিক, শিশু কিশোর পত্রিকা। প্রতি মাসের ৫ ও ২০ তারিখে প্রকাশিত হয়। ভাষা বাংলা, দেশ ভারত। প্রথম প্রকাশিত হয় মার্চ, ১৯৭৫। প্রকাশক ‘এবিপি লিমিটেড’। বর্তমান সম্পাদক সিজার বাগচী।

গল্প পাঠানোর নিয়মাবলী
‘আনন্দমেলা’-য় গল্প পাঠাতে হবে ডাকে কিংবা ইমেলে। পত্রিকা দপ্তরের রিসেপশনে এসেও গল্প জমা দিতে পারেন।
(১) ডাকে কিংবা দপ্তরে জমা দিলে গল্পটি হাতে লিখে কিংবা কম্পিউটারে কম্পোজ় করে প্রিন্ট আউট নিয়েও পাঠাতে পারেন। তবে লেখাটি মনোনীত হলে তখন কিন্তু ইউনিকোডে কম্পোজ করা সফটকপির ওয়ার্ড ফাইল পাঠাতে হবে। ইমেলে পাঠালে কিন্তু গল্পটিকে প্রথমেই ইউনিকোডে কম্পোজ় করেই পাঠাতে হবে।
(২) গল্পের পাণ্ডুলিপির সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল/ফোন নম্বর পাঠানো বাধ্যতামূলক।
(৩) গল্পের শব্দসংখ্যা ১৫০০-র মধ্যে রাখাই ভাল।
(৪) গল্পটি যেন মৌলিক হয়। অন্য কোনও গল্পের অনুবাদ কিংবা অনুসরণ কিংবা অনুকরণ হলেও চলবে না। এবং কোথাও যেন গল্পটি প্রকাশিত না হয়ে থাকে।
■ গল্প পাঠানোর ঠিকানা :
• ডাকযোগ: সম্পাদক, আনন্দমেলা, ৬ প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা - ৭০০০০১
• ইমেল: anandamelamagazine@gmail.com
■ পত্রিকা পেতে কোনরকমের অসুবিধা হলে যোগাযোগ করুন -
মোবাইল: ৭৬০৩০৮৬৩৭২
ফোন: ০৩৩-২২১২৯৮৪০
(সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা, সোম থেকে শনি)।
যোগাযোগের ঠিকানা
সম্পাদক, আনন্দমেলা, ৬, প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা - ৭০০০০১
ইমেল: anandamela@abpmail.com
ফোন: ০৩৩-২২৬০০২০৫
ওয়েবসাইট: www.anandamela.in

খোঁজপিডিয়া
■ ১৯ জুন, ২০০৪: ‘আনন্দমেলা’ দুটি ভিন্ন ম্যাগাজিনে বিভক্ত হয়- ‘আনন্দমেলা’ (৮ থেকে ১৪ বছর বয়সী বাচ্চাদের জন্য) এবং ‘উনিশ কুড়ি’ (১৫ থেকে ২৫ বছর বয়সী কিশোর কিশোরীদের জন্য)।