অভিযান পাবলিশার্সে পাণ্ডুলিপি পাঠানোর নিয়মাবলি
Published on by খোঁজ
অভিযান পাবলিশার্স
বাংলা প্রকাশনা জগতে একটি বহুল চর্চিত নাম ‘অভিযান পাবলিশার্স’। ২০০৫ সালে নবারুণ ভট্টাচার্যের নিপীড়নবিরোধী মানবিক সচেতনতার উপন্যাস ‘লুব্ধক’ দিয়ে অভিযান পাবলিশার্সের যাত্রা শুরু হয়। বর্তমান কর্ণধার হলেন মারুফ হোসেন।
বাংলা মুদ্রণ ও প্রকাশনার (১৭৭৮-২০২২) ২৪৪ বছরের ইতিহাসকে উপজীব্য করে প্যারামাউন্ট ও মহাবোধি সোসাইটির মাঝখানে ১/১ এ, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলেজ স্কোয়ার, কলকাতা- ৭৩ -এ অভিযান পাবলিশার্স ২০২২ সাল থেকে শুরু করেছে পশ্চিমবঙ্গের প্রথম থিমনির্ভর গ্রন্থবিপণী ‘অভিযান বুক ক্যাফে’।

পাণ্ডুলিপি পাঠানোর নিয়মাবলি
(১) প্রবন্ধ, কবিতা, গল্প, উপন্যাস, থ্রিলার, অ্যাডভেঞ্চার যেকোনো বিষয়ের উপর পাণ্ডুলিপি হতে পারে। হাতে লেখা বা টাইপ করা যেকোনো পরিচ্ছন্ন পাণ্ডুলিপিই গ্রহণ করা হবে।
(২) পাণ্ডুলিপি অফিসে এসে বা পোস্টে পাঠানো যাবে।
(৩) পাণ্ডুলিপি মনোনীত বা অমনোনীত হলে তিনমাসের মধ্যে জানানো হবে।
(৪) অমনোনীত পাণ্ডুলিপি ফেরত দেওয়া সম্ভব নয়, ফলে নিজের কাছে কপি রেখে পাণ্ডুলিপি পাঠাবেন।
(৫) পাণ্ডুলিপির ক্ষেত্রে কোনো শব্দসীমা নেই।
(৬) ইমেলে বা হোয়াটসঅ্যাপে কোনো পাণ্ডুলিপি নেওয়া হয় না।
(৭) পাণ্ডুলিপি পাঠাবার আগে অভিযানের বই সম্পর্কে একটা ধারণা নিয়ে তবে পাঠাবেন। অভিযান কী ধরনের বই প্রকাশ করে তা অভিযানের ক্যাটালগ দেখলেই বুঝতে পারবেন, এবং অভিযানের বইয়ের গুণমান অভিযানের যেকোনো বই দেখলেই বুঝতে পারবেন।
★★ যাঁরা ভারতের বাইরে থেকে পাণ্ডুলিপি পাঠাবেন, তাঁরা +917450090655 নম্বরে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন।
■ পাণ্ডুলিপি পাঠানোর শেষ তারিখ:
৩১শে জুলাই, ২০২৪
পাণ্ডুলিপি জমা দেওয়ার ঠিকানা:
অভিযান পাবলিশার্স,
১০/২এ, রমানাথ মজুমদার স্ট্রিট,
কলকাতা- ৭০০০০৯
অভিযান পাবলিশার্স
■ যোগাযোগের ঠিকানা:
অভিযান পাবলিশার্স,
১০/২এ, রমানাথ মজুমদার স্ট্রিট, কলকাতা- ৭০০০০৯
ইমেল: abhijankolkata@gmail.com
হোয়াটসঅ্যাপ: +918017090655
ওয়েবসাইট: www.abhijanbooks.com
‘অভিযান পাবলিশার্স’-এর ‘সাপ্তাহিক সংবাদ চিঠি’ (প্রতি শনিবার প্রকাশিত হয়) দেখতে এখানে ক্লিক করুন!
খোঁজপিডিয়া
অভিযান পাবলিশার্স থেকে প্রকাশিত বিখ্যাত বইগুলি হল - মোহাম্মদ নাজিম উদ্দিনের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’, নবারুণ ভট্টাচার্যের ‘লুব্ধক’, শুদ্ধসত্ত্ব ঘোষের ‘জলের প্রতিভা’, রজত পালের ‘চৈতন্য শেষ কোথায়’, প্রচেত গুপ্তের ‘সে ইরাবতী’, নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর ‘আচার বিচার সংস্কার’ প্রভৃতি উল্লেখযোগ্য।