আরও আনন্দ (Aaro Ananda)- যা কিছু বাঙালির অ্যাপে স্বরচিত কবিতা গল্প পাঠাতে চান?
Published on by খোঁজ
আরও আনন্দ
‘আরও আনন্দ’ এবিপি পরিবারের পারিবারিক অ্যাপ, যা কিছু বাঙালির, সব পাওয়া যায় এখানে। সাহিত্য, গান, চলচ্চিত্র, নাটক, খেলা, খাওয়াদাওয়া, সাজসজ্জা, পডকাস্ট, আনন্দ পাবলিশার্স-এর পছন্দের বই কেনার বিশেষ অফার, বিশেষ খবর : ‘এবিপি আনন্দ Live’ - বাঙালি সংস্কৃতির আনাচ-কানাচ ছুঁয়ে পড়া-দেখা-শোনার বিশাল সম্ভার! যাত্রা শুরু ৮ই অক্টোবর, ২০২১।

‘আমিই সাহিত্যিক’ বিভাগে লেখা পাঠানোর নিয়মাবলি
(১) ‘আরও আনন্দ’ অ্যাপের জন্য অপ্রকাশিত গল্প ও কবিতা জমা দিন।
(২) গল্পের শব্দসংখ্যা ১০০০-১৫০০। কবিতা অনধিক ১৪ লাইন।
(৩) ন্যূনতম ১টি ও সর্বাধিক ৫টি কবিতা পাঠাতে পারেন।
(৪) লেখা পাঠাতে হবে .doc/.docx format-এ।
লেখা পাঠানোর ঠিকানা
• প্রথমে গুগল প্লে স্টোর থেকে ‘আরও আনন্দ’ অ্যাপটি ইন্সটল করুন!
Click Here to Install Aaro Ananda
• এবার ‘আরও আনন্দ’ অ্যাপ ওপেন করুন। নিচের মেনুবার থেকে ‘আরও সাহিত্য’-এ ক্লিক করুন! ইমেল এবং মোবাইল নম্বর উল্লেখ করে আপনার লেখা গল্প বা কবিতার .docx ফাইলটি সরাসরি আপলোড করুন!
আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
■ যোগাযোগের ঠিকানা:
৪৫, বেনিয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯
ইমেল: ananda@cal.vsnl.net.in
ফোন: ২২৪১-৪৩৫২, ২২৪১-৩৪১৭
ওয়েবসাইট: www.anandapub.com
খোঁজপিডিয়া
করোনাকালে ‘আরও আনন্দ’ অ্যাপ যাত্রা শুরু করে এবং ইন্সটল করার প্রথম এক মাস ইউজাদের জন্য ফ্রি এক্সেস দিলেও বর্তমানে সাবস্ক্রিপশন চার্জ দিতে হয়।
সহায়তার জন্য যোগাযোগ করুন
ইমেল: support@aaroananda.com
অথবা ফোন করুন 8697747502 নম্বরে (সোম-শনি ভারতীয় সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে)।