আজকাল সংবাদপত্রে লেখা পাঠানোর নিয়মাবলী
Published on by খোঁজ
আজকাল
বাংলা ভাষায় প্রকাশিত দৈনিক সংবাদপত্র ‘আজকাল’-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ‘রূপদর্শী’ গৌরকিশোর ঘোষ। ১৯৮১ খ্রিস্টাব্দে অভীক কুমার ঘোষ প্রকাশনা শুরু করেন। বর্তমান সম্পাদক অশোক দাশগুপ্ত, সদর দপ্তর কলকাতা, মালিক এবং প্রকাশক ‘আজকাল পত্রিকা প্রাইভেট লিমিটেড’।

রবিবাসরে লেখা পাঠানোর নিয়ম
(১) গল্প যেন মৌলিক এবং অপ্রকাশিত হয়। গল্প পাঠাবেন ১৫০০ শব্দে।
(২) ফিচার পাঠাবেন ৮০০ থেকে ১০০০ শব্দের মধ্যে। ফিচার লিখলে জানাবেন কোথা থেকে তথ্য সংগ্রহ করেছেন।
(৩) লেখার নীচে স্পষ্ট করে নাম, ফোন নম্বর, ই-মেল আইডি জানাবেন।
(৪) লেখা পাঠানোর পর ৬ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। কোনও ক্ষেত্রে সময় তার বেশিও হতে পারে।
(৫) ফিচার, গল্প মনোনীত হলে রবিবাসর দপ্তর থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে। অনুগ্রহ করে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন না। লেখা সম্পাদকমণ্ডলী মনোনীত করলে তবেই প্রকাশিত হয়। লেখার বিষয়ে ব্যাক্তিগত যোগাযোগকে মনোনয়নের বাধা হিসেবে বিবেচনা করা হবে। সেক্ষেত্রে লেখা বাতিল বলে গ্রাহ্য হতে পারে।
(৬) লেখা কপি রেখে পাঠাবেন। কোনও অবস্থাতেই লেখা ফেরত দেওয়া সম্ভব নয়। লেখা ইউনিকোডে টাইপ করে মেলে পাঠাবেন। পোস্টে পাঠানো লেখা
মনোনয়নের জন্য গ্রহণ করা হবে না।
রবিবাসরে লেখা পাঠানোর মেল আইডি
robibasar@aajkaal.net
যোগাযোগ
■ ‘আজকাল’ সিটি অফিস:
৯৬, রাজা রামমোহন সরণি,
কলকাতা- ৭০০০০৯
ফোন: 033-4082 0800
ইমেল: aajkaal.advt@gmail.com
ওয়েবসাইট:
www.aajkaal.in
খোঁজপিডিয়া
■ আজকাল প্রকাশনী থেকে ‘খেলা’ এবং ‘সুস্থ’ নামে খেলাধুলো এবং স্বাস্থ্য সম্পর্কিত দুটি পত্রিকা প্রকাশিত হয়। এছাড়াও দুর্গাপুজা উপলক্ষ্যে ‘শারদীয় আজকাল’ প্রকাশিত হয়।