স্মরণিকা
![]() |
সন্দীপ দত্ত (১৯৫১-২০২৩) |
১৯৭৮ খ্রিস্টাব্দের ২৩শে জুন কলকাতার টেমার লেনে তিনি যে গ্রন্থাগার চালু করেছিলেন বর্তমানে ভারতের অন্যতম সমৃদ্ধ পত্রিকার সংগ্রহালয় ‘ কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র ’ নামে সুপরিচত। ‘সুভাষ মুখোপাধ্যায়ঃ জীবন ও সাহিত্য এবং বাংলা কবিতার কালপঞ্জি’ (১৯২৭-১৯৮৯ ) তাঁর রচিত একটি উল্লেখযোগ্য গ্রন্থ।
“লিটিল ম্যাগাজিন কিনে পড়ুন। লিটিল ম্যাগাজিন চিনে পড়ুন।”
ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় (১৯৪১-২০২৩)
২০১৭ সালে শিশুসাহিত্যে তাঁর অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার প্রদান করে।
তিনি ‘আনন্দ পুরস্কার’ (১৯৮২), বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, দিশারী ও চলচিত্র প্রসার সমিতি - শ্রেষ্ঠ স্ক্রিপ্ট রাইটার (১৯৮২), ‘সাহিত্য অকাদেমি পুরস্কার’ ( ১৯৮৪), ‘বঙ্কিম পুরস্কার’ (২০০৯), ‘বঙ্গবিভূষণ’ (২০১৮) পুরস্কারে সম্মানিত হন।