চৌপদী   কবিতা 


চৌপদী কবিতা, যামিনী রায়, রাধা কৃষ্ণ,
অলংকরণ : যামিনী রায় 



ম হু য়া  হা জ রা

জগতের নাথ



বাজাও মোহন বাঁশি    যতেক গোকুলবাসী

অধরা মাধুরী হাসি       কৃষ্ণ প্রেমে মাতি।

যশোদা নন্দন লালা     সর্বজন প্রিয় কালা

ফাগে রাঙাবার পালা    পোহালো এ রাতি।


অনাথের নাথ তুমি      তোমারি চরণ চুমি

বৃন্দাবন পুণ্য ভূমি        দোলে শ্যাম-রাই।

লীলা করে কুঞ্জবনে      গিরিধারী রাধা সনে

পুলক জেগেছে মনে     তব দেখা পাই।


শিখী পুচ্ছ শিরে বাঁধা     কৃষ্ণ প্রেমে মত্ত রাধা

তনু-মন হলো আধা        বাঁশির ঐ সুরে।

গোপী সাথে করে খেলা   বয়ে যায় সারা বেলা

সব কাজে হয় হেলা         কানু পিছে ঘুরে।


তুমি নব জলধর        তুমি মুনি মনোহর

তুমি দেব যদুবর        জগতের নাথ।

পতিত পাবন হরি       চিরকাল নাম ধরি

বিপদে না যেন ডরি    সদা দিও সাথ ।।