শারদ  সংখ্যা  

পরমাণু কবিতা, হাইকু, বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য আকাদেমি, সোমনাথ নাগ,



প্রয়াত সাহিত্যবন্ধু, ‘যুথিকা সাহিত্য পত্রিকা’-র সম্পাদক সোমনাথ নাগ (১৯ জুলাই ১৯৭৪ - ১৭ আগষ্ট ২০২২)। সর্বোচ্চ ৯ শব্দের মধ্যে ভাবসম্প্রসারণ যোগ্য ‘পরমাণু কবিতা’ শৈলীর উদ্ভাবক ছিলেন তিনি। 

তাঁর তত্ত্বাবধানেই বাংলা ভাষায় পরমাণু কবিতা নিয়ে প্রথম আন্তর্জতিক কবি সম্মেলন অনুষ্ঠিত হয় ২১শে মার্চ, ২০২১, কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে তাঁর সভাপতিত্বে দেড়শরও বেশি লিটিল ম্যাগাজিন আজ একত্রিত হয়েছে ‘বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য আকাদেমি’-তে। তাঁর উদ্যোগে ২৯শে সেপ্টেম্বর ২০১৯ বাংলা ভাষায় হাইকু নিয়ে প্রথম আন্তজার্তিক কবি সম্মেলন আয়োজিত হয়।




পরমাণু কবিতা 

সো ম না থ  না গ


প্রমাণ স্বরূপে

বেঁচে থাকার অস্তিত্ব নিঃশ্বাসে

ভালোবাসার প্রমাণ বিশ্বাসে।



প্রেম  কথা

শুদ্ধতায় প্রেম হয়

প্রেম আর অভিনয়

এক নয়।



ভাবনা যেমন

ভাবনাচিন্তা যাঁর যেমন

জগৎটাকে দেখে তেমন।