শারদ সংখ্যা
![]() |
অলংকরণ : গুগল |
গঙ্গা ভাঙ্গন
রী তা রা য়
কিন্না ক্ষেপলো গঙ্গা দেখ
রাগঅ চট্ট উ ফুঁসয়ু,
হাজার সাঁপঅ ফণা লাগি
সব্বকুছ লদ্দি গিলয়ু।
বালুঅ বস্তা বাঁহ্ন দেলকে
ওকর গতি হলো রুদ্ধ,
জ্ঞান উন হেরা গেলৈ ওকর
ভাঙঈ গোট্টা গাঁ শুদ্দ।
পাড় টুটয়ু, ঝাড় টুটয়ু
টুটয়ু ঘরঅ কোণ
জমিজমা তলিয়া গেলৈ ,
টুটলো মানুষঅ মন।
বাঁন্হ টুটয়ু, সাধ টুটয়ু
ডুবয়ু ভাতঅ হাঁড়ি
যেত্ত কনঅ পত্থর বাহ্নি
নৈ খাটৈ জারমজুরি।
গাভীন রহলো খুঁট্টি বানহা
বাছি গেলৈ লদ্দিম ভাঁসিঅ
নিথর দেহ ঘাটঅ উপ্পর,
ওকর প্রাণ গেলৈ ছোড়িঅ।
ভিটামাটিঅ বাঁধন ছিঁড়ই
ভিক্ষা ঝোলা কাঁন্হম,
লিখাপড়া স্কুল ছুট গেলৈ
রাত কাটৈ বাঁন্হম।
অপ্পন পর কুনটা কার চেংড়া
কেকরো নৈ পারৈ বুঝল
রাস্তাআ ধূলা ভরি গেলৈ গত্তর
কাঁহা যাতো রাতি শুতল?
ই পার ভাঙি, উ পার জাগি
বীচ লদ্দিম জল
ভাঙয়ু গড়য়ু চলয়ু ওকর লীলা
মানুষ ভোগৈ ফল।
'গঙ্গা মাইয়া অনেক হলো
রোক ইবার তোর ভাঙ্গন
থামা তোর অট্টহাঁসি,
থামা! মানুষঅ রোদন'।
• শব্দার্থ : কিন্না - কেমন, লদ্দি - নদী, কাহ্নম - কাঁধে, বাঁহ্ন - বাঁধ, গত্তর - গা।
‘গঙ্গা ভাঙ্গন’ মালদার দিয়ারা অঞ্চলের 'খোট্টা ভাষা'য় লেখা একটি কবিতা।
খোট্টা ভাষা : ভারতের পশ্চিমবঙ্গে বসবাসকারী মুলত মুসলিম জনগোষ্ঠীর ভাষা। মালদহের কালিয়াচক ১ ও ২, হরিশ্চন্দ্রপুর, রতুয়া এবং মানিকচক ব্লক এবং মুর্শিদাবাদের ফারাক্কা, সামশেরগঞ্জ, সুতি ১ ও ২ এবং রঘুনাথগঞ্জ ব্লকে প্রধানত এই ভাষাটি প্রচলিত।