অলংকরণ : প্রণবশ্রী হাজরা |
অ নি ন্দি তা গা য়ে ন
নিজেকে চেনা
শব্দের বেড়াজালে যেন আমায় জব্দ করেছ, মিষ্টি স্মৃতি গুলো কে বিদায় জানিয়ে আসতে আসতে না পাওয়ার যন্ত্রণাকে উপভোগ করিয়েছ।
প্রতিটা মুহূর্ত যেন তোমায় ঘিরে ইচ্ছে গুলো যেন জ্বলন্ত ফানুস। তারা উড়তে তো চায় তবে কিছুটা দূরে গিয়েই যেন হঠাৎ করে ছেড়ে চলে যায়।
ঠিক যেমন সময় অতিবাহিত হলে তুমি গেছিলে, প্রচণ্ড আঘাত লেগেছিল জানো তো!পৃথিবীর প্রত্যেকটা কোণা যেন শূন্য মনে হচ্ছিল সে সময়।
গ্ৰীষ্মের চাতকের মতো বসেছিলাম তোমার অপেক্ষায়।
রোজ জানালার সামনে বসে হাজারো জল্পনা কল্পনা করতাম-হয়তো তুমি আসবে ঠিকই একদিন আবারো হবে আমাদের আলাপন।
হয়তো কোন এক বিকেলে, কিংবা রোদ ঝলমলে সকালে আমার জন্মদিনে।
দিনের পর দিন এসব ভেবে চলেছিলাম, অনেক আশা নিয়ে থাকতাম তবে ভুলে গেছিলাম।
কর্পূর উড়ে গেলে ফানুসটাও যে দপ করে নিভে যায়, সমুদ্রের সাথে কোথাও মিশে যায়।
প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফেরার সময় গ্ৰীষ্মের চ্যাটচ্যাটে ঘামে আমি যেন গাড়ির জানালা দিয়ে কিছু একটা দেখতাম আকাশের দিকে তাকিয়ে।
কী দেখতাম জানিনা, কিচ্ছু জানিনা আমি।
শুধু তাকিয়ে থাকতে ভালো লাগত, নিজেকে যেন দেখতে পেতাম, কোন এক রাজত্বে হারিয়ে যেতাম।
তারপর বাড়ি ফিরে হিসেব করতে বসতাম তোমার কাছে আমার পাওনাগন্ডার।
কিংবা কোন এক বৃষ্টির দুপুরে ভেজার নাম করে খুব কেঁদেছি, চিৎকার করে কেঁদেছি,তখনো আসনি তুমি! হাতটা ধরে বলনি-আরে! মজা করছিলাম।
আজকাল হয়তো আর কান্না পায় না, দীর্ঘ অপেক্ষা করি না তবে ভালো যে আর বাসি না সেটা ও না- হ্যাঁ বাসি তবে সেটা তোমার মতো সাময়িক ও না।
ঠিক যতটা ফানুস উড়তে চায়,দূর দূরান্তে ভেসে যেতে চায়।
হ্যাঁ তবে সেটা যদি কর্পূরের ও মন চায়- ঐ আসলে এখন আর কাঁদতে মন চায় না, অপেক্ষা টাও আর করি না কারণ জানি তুমি আসবে না!
তাও যদি ফিরে আসতে চাও তাও সম্মতি দেব না কারণ সমুদ্র বড্ড ঝড় ভয় পায়,একটা দূর্যোগের পর একমাত্র সে নিজেই জানে যে সে কতোটা আঘাত পায়।
এখন আমি নিজেতেই মত্ত,নিজেকে চিনেছি, মনখারাপের বিকেলবেলায় শান্তভাবে নিজেতেই ডুব দিয়েছি।
একা সময় কাটাতে খুব ভালো লাগে, কোন এক গ্ৰীষ্মের সন্ধ্যায় আর তোমার খোঁজ রাখি না, তোমার আধভেজা চোখের আড়ালে আমার ডুবে যাওয়াও আর মিস করি না।
তোমার শহরে তো ভীষণ ভীঁড় কোলাহলে পরিপূর্ণ, আমি না হয় একাই থাকি একান্ত এবং শূন্য।
জানো তো আমার ফানুস আমি এখন নিজেই ওড়াই
কারোর আর দরকার নেই, নিজেই যেন এক মস্ত কর্পূর হয়ে ভেসে যাই দূর দূরান্তেই!
তুমি একা সময় কাটাও না তাই না? ইস কি মিস করলে তুমি!
নিজের মধ্যে নিজেই ডুব দাও খুঁজ না কারণ, অকারণে নিজেকে ভালোবাসা ভুলিয়ে দেবে হাজারো মনখারাপি বারণ।
ও হ্যাঁ কান্না? ওটা তো খুব মুল্যবান আর অকারণে আসে না!
অপেক্ষা ও আর করা হয় না জানালার ধারে বসে, কারণ আমি যে নিজেতেই মত্ত থাকি, একান্ত নিজেকে ভালোবেসে।
সবটা জুড়ে হয়তো তুমি কোন এক কোণায় লেগে লেশ, এক বিন্দু র জন্য নিজেকে ভুলে যাব? নাহ!
তার থেকে ভালো আমার এই নিজের আপন ছদ্মবেশ!
সবটা জুড়ে বুঝে নিও আমি এখন নিজেতেই আছি বেশ, সময় পেলে তুমি ও খোঁজ নিও তোমার নিজের মধ্যে আস্ত এক "তুমি"র দেশ।