অলংকরণ : প্রণবশ্রী হাজরা 



এক হিমেল সন্ধ্যায় বনভূমির পাশে

মূল কবিতা  : রবার্ট ফ্রস্ট 

ভাষান্তর : র ন্তি দে ব  স র কা র



আমি জানি এ বনভূমি কার 

যদিও পাশের গ্রামেই বাড়ি তার ;                                                                                                                                                                                  

জানবেও তো না সে, যে আমি দাঁড়িয়ে পড়েছি

তার এই ক্ষেত্রভূমির পাশে আর দেখছি চেয়ে চেয়ে

তুষার, তার শুভ্র-চাদরে মুড়িয়ে চলেছে বনাঞ্চল



আমার টাট্টু-ঘোড়াটির কাছে এটা হয়ত নেহাতই এক ধাঁধাঁ

কাছাকাছি তো নেই কোন খামার হেথা ! বনভূমি আর 

বরফ-জমা হ্রদের মাঝে থেমে থাকে বছরের গহীনতম আঁধার



তার গলার ঘন্টি নাড়িয়ে জানায় আমার ঘোড়া

ভুল হচ্ছে না তো কিছু, হয়ত ভাবছে মনে মনে। 

শব্দ বলতে-শাখা-প্রশাখায় ঝিরিঝিরি হাওয়ার দোল; তার সঙ্গে 

সঙ্গত করে শুধু তুষারের অবিরাম নির্ঝরবোল।



অতি মনোহর বনক্ষেত্রভূমি, গহন আঁধার-মোড়া 

কিন্তু সমুখে আমার, প্রতিশ্রুত অজস্র দায়-ভার 

তাই ঘুমিয়ে পড়ার আগেই, পাড়ি দিতে হবে বহু, বহু দূরপথ

এবং ঘুমিয়ে পড়ার আগেই, পাড়ি দিতে হবে বহু, বহু দূরপথ



Stopping by Woods on a Snowy Evening

Robert Frost


Whose woods these are I think I know.

His house is in the village though;

He will not see me stopping here

To watch his woods fill up with snow.

My little horse must think it queer

To stop without a farmhouse near

Between the woods and frozen lake

The darkest evening of the year.

He gives his harness bells a shake

To ask if there is some mistake.

The only other sound's the sweep

Of easy wind and downy flake.

The woods are lovely, dark and deep.

But I have promises to keep,

And miles to go before I sleep,

And miles to go before I sleep.




রবার্ট লি ফ্রস্ট (১৮৭৪-১৯৬৩) : মার্কিন কথ্যভাষায় গ্রামীণ জীবনের চিত্রকর তথা প্রতিষ্ঠানতুল্য জনপ্রিয় সাহিত্যিক। একমাত্র তিনিই কবিতায় চারটি পুলিৎজার পুরস্কার (১৯২৪, ১৯৩১, ১৯৩৭, ১৯৪৩) জয়ী কবি। তাঁর উল্লেখযোগ্য রচনাবলি - ‘আ বয়ে'জ উইল’, ‘নর্থ অফ বস্টন’, ‘আ উইটনেস ট্রি’ ইত্যাদি। ১৯৬০ সালে ‘কংগ্রেসনাল স্বর্ণপদক’, ১৯৬১ সালের ২২শে জুলাই ‘ভারমন্টের পোয়েট লরিয়েট’ ঘোষণা করা হয়।