শা র দ সং খ্যা
বুদ্ধদেব গুহ
২০শ
শতাব্দীর পাঠকপ্রিয় ছায়াময় শিকার কাহিনি বা অরণ্য প্রেমিক ঔপন্যাসিক বুদ্ধদেব গুহ। জন্ম ২৯শে জুন, ১৯৩৬, প্রয়াত হলেন ২৯শে আগস্ট, ২০২১। রেখে গেলেন ঋজুদা, রুরু, পৃথু, টিটি, টুইদের।
ছাপোষা বাঙালি মধ্যবিত্ত জীবনের চৌহদ্দি পেরিয়ে তিনি সৃষ্টি করেছেন এমন এক প্রেমিক সত্তাকে - একই সঙ্গে প্রকৃতি ও নারীকে অবিচ্ছিন্নভাবে ধারণ করে আছে। তাঁর লেখা পড়তে পড়তে বাঙালি কিশোর টের পায় বুকের ভিতর যৌবনের প্রথম ঢেউ, অজান্তে কিশোরী যুবতী হয়ে ওঠে। কেটে যায় গৃহবধূর নিঃসঙ্গ দুপুর।
বিখ্যাত বই -
'মাধুকরী', 'সবিনয় নিবেদন', 'চারপাশ', 'ঋজুদা', 'বাবলি', 'কোজাগর' ইত্যাদি। 'হলুদ বসন্ত' উপন্যাসের জন্য ১৯৭৬ সালে পান 'আনন্দ পুরস্কার'।