স্মরণিকা 



'লিটল ম্যাগাজিনের লেখক' ও 'জল্প-ই' পত্রিকার সম্পাদক। উনিশটি কবিতার ও একটি গদ্যের বই প্রকাশিত হয়েছে : 'ম্যাজিক লন্ঠন' , 'বাকী অংশটুকু', 'তাড়নাচিত্র', 'বর্গপরিচয়' ইত্যাদি উল্লেখযোগ্য।


পেরেক আর ঝোলান মানচিত্র সহ আমাদের দেয়াল

তেত্রিশ বছর ধরে

বাদামী টিকটিকি পুষেছিল


গতকাল তার ভারী জিভ ছুটে বেড়িয়েছে মানচিত্রে

কাঁচা রঙ লেগে আছে মুখে ও শরীরে


সাদা মানচিত্র জুড়ে এখন শুধু রেলওয়ে প্ল্যাটফর্ম

সারিসারি বিবর্ণ মুখ


সহায়হীন পেরেক আর উদাসীন দেয়াল




প্রবাদ প্রতীম বাচিকশিল্পী