অনুবাদ কবিতা
![]() |
অলংকরণ : প্রত্যুষ বাগ |
মূল ওড়িআ কবিতা : ত্রিনাথ সিংহ
বাংলা অনুবাদ : প্রদীপ কুমার রায়
লোহিত গলির মেয়ে
নির্বিকার
এবং নির্বিচারে সে অতিক্রম করে এসেছে
সব অন্ধকার কে
খুলে দিয়ে পৃথিবীর যত নগ্নবাস ।
পেট না দেহ
কার তাড়না বেশি সে জানে
জানে দলেমচকে যাওয়া তার উপেক্ষিত
দু' চোখের উর্দ্ধশ্বাস
জানে, খামচানো ক্ষতে রক্ত জর্জরিত
তার নাবালিকা আত্মা
এবং উত্তেজনাহীন শরীরের
প্রতিটি মাংসপেশি।
যেদিন খুব বেশি মনে হয়েছিল পেটে
খিদের যন্রণা
সে জানে কমবেশি মূল্যহীন হয়েছিল সেদিন
একটি মাত্র কাঁচালঙ্কা আর একবাটি পান্তাভাতের গন্ধে
বিদীর্ণ ভূগোল।
লোহিত গলিতে নুতন করে আসা
সেই মেয়ে জানে-
সন্ধ্যা আরতির পরে বস্তির পাশের মন্দিরে
কার জন্য সে নিজেকে সাজায় সবদিন
এতো সূক্ষ্ম করে
বুকের নিচে লুকিয়ে রাখা বিষভাণ্ড়ের থেকে
অঞ্জলি অঞ্জলি নীল মাদকতা ভরে
চোখ, ঠোঁট, স্তন, নাভি এবং নিতম্বে।
আহ্
কি অনাবৃত দেখাযাচ্ছে আজ রাতে
পৃথিবী এবং আকাশের মাঝে শ্বাসরুদ্ধ
বাতাসের নিরাভরণ দেহ
আর কতো উজ্বল দেখাযাচ্ছে
লোহিত গলির মেয়ের সাথে
অন্ধকারে রক্তাক্ত মুখ।
ଲୋହିତ ଗଳିର ଝିଅ
ତ୍ରିନାଥ ସିଂ
ନିର୍ବିକାର
ଓ ନିର୍ବିଚାରରେ ସେ ଲଙ୍ଘି ଆସିଛି ସବୁ ଅନ୍ଧାରକୁ
ଖୋଲିଦେଇ ପୃଥିବୀର ଯେତେ ନଗ୍ନବାସ।
ପେଟ ନା ଦେହ
କାହାର ତାଡନା ବେଶୀ ସେ ଜାଣିଛି-
ଜାଣିଛି ଦଳିମକଚି ଯାଇଥିବା ତା'ର ଉପେକ୍ଷିତ
ଆଖିଯୋଡିକର ଉର୍ଦ୍ଧ୍ବ ଶ୍ବାସ
ଜାଣିଛି ଆଞ୍ଚୁଡା କ୍ଷତରେ ରକ୍ତ ଜର୍ଜର
ତା'ର ନାବାଳିକା ଆତ୍ମା
ଓ ଉତ୍ତେଜନାହୀନ ଶରୀରର ପ୍ରତି ମାଂସପୁଟ।
ଯେଉଁଦିନ ବଳେଇ ପଡ଼ିଥିଲା ପେଟରେ
ଯନ୍ତ୍ରଣା ଭୋଟର
ସେ ଜାଣିଛି କେତେବେଶୀ ମୂଲ୍ୟହୀନ ହୋଇପଡିଥିଲା ସେଦିନ
ଗୋଟିଏ କଞ୍ଚାଲଙ୍କା ଓ ବାଲଟିଏ ତୋରାଣୀର ବାସ୍ନା ପାଖରେ
ତା'ର ନିରିମାଖି କଅଁଳ ଛାତି ଓ ଅଧାଗଢ଼ା ଦେହର
ବିସ୍ତୀର୍ଣ୍ଣ ଭୂଗୋଳ !
ଲୋହିତଗଳିକୁ ନୂଆଁ ହୋଇ ଆସିଥିବା
ସେହି ଝିଅ ଜାଣେ
ସଞ୍ଜ ଆଳତି ଲାଗିହେବା ପରେ ବସ୍ତିପାଖ ମନ୍ଦିରରେ
କାହା ଲାଗି ସଜାଏ ସେ ନିଇତି ନିଜକୁ
ଏତେ ସୂକ୍ଷ୍ମ କରି
ଛାତିତଳେ ଛୁପେଇ ରଖିଥିବା ବିଷଭାଣ୍ଡରୁ
ପୋଷ ପୋଷ ନୀଳ ମାଦକତା ଭରି
ଆଖି , ଓଠ , ସ୍ତନ ଓ ନାଭି ନିତମ୍ବ ରେ...!
ଆହା , କେତେ ମୁକୁଳା ଦିଶୁଛି ଆଜି ରାତିରେ
ପୃଥିବୀ ଓ ଆକାଶ ମଝିରେ ଅଣନିଃଶ୍ବାସ
ପବନରେ ବିବସନ ଦେହ
କେତେ ଉଜ୍ବଳ ଦିଶୁଛି ଲୋହିତଗଳିର ଝିଅ ସହ
ଅନ୍ଧାରର ଲହୁଲୁହାଣ ମୁହଁ।
ত্রিনাথ সিং : সমকালীন ওড়িআ কবিতার এক প্রখর স্বর কবি ত্রিনাথ সিং। জন্ম ২৬ জুলাই , ১৯৬৬।
প্রকাশিত কাব্যগ্রন্থ :
'কোলাহল', 'পবন বহুছি যেমিতি', 'ফেরন্তা পক্ষী', 'সেমানঙ্ক পূর্বাপর'।
পুরস্কার ও সম্মাননা :
'স্বর স্বাক্ষর কবিতা সম্মাননা','তীর তরঙ্গ কবিতা সম্মাননা', 'ক্যাপটেন উপেন্দ্র কুমার স্মৃতি সম্মাননা','ব্যৈদনাথ মিশ্র কবিতা পুরস্কার', 'সুলেখা যুব কবি সম্মাননা'।