স্মরণিকা 


বুদ্ধদেব দাশগুপ্ত

(১১ই ফেব্রুয়ারি, ১৯৪৪ - ১০ই জুন, ২০২১)


আমাদের কোনওকিছু দেখতে হয় না বলে

তোমার চোখের দিকে 

চেয়ে থাকি একটানা, বুঝি, এইভাবে  অগণন মানুষ

তাদের মানুষীর দিকে তাকিয়ে রয়েছে শান্ত হ'য়ে,

শান্ত হ'য়ে হ'য়ে ঘুমিয়ে পড়েছে ফের মানুষীর বুকে।