গুচ্ছকবিতা
![]() |
অলংকরণ : শুভদীপ মন্ডল |
অ র্ঘ্য ক ম ল পা ত্র
গুচ্ছকবিতা
গ্রীষ্ম
একটি তালগাছ। কোনো ছায়া নেই
দূর থেকে আগত ক্লান্ত মানুষ-ও
নিজের ছায়া দেখতে পাচ্ছে না।
তাকাতে পারছে না
মাথার ওপরে...
বর্ষা
এই রাতে
সারারাতে
চোখ খুলে শুনি—
টিপ্
টিপ্
টিপ্
বাকি, সারাটা বছর ধরে
টিপ্ টিপ্ টিপ্ শুনি—
ঘুমের ভিতরে...
শীত
সারাবছর ধরে
ক্রমাগত দূরে চলে যাওয়া
আত্মসম্মানিত দম্পতি
লেপের ভরসায়
লেপের আড়ালে কাছে আসে
ঠান্ডাকে বুড়ো আঙুল দেখায়
বসন্ত
ছেলেটি লাল দিতে চেয়েছিল
মেয়েটি লাল পেতে চেয়েছিল
ছেলেটি লাল দিল
মেয়েটি লাল পেল
এবং এরপর শুরু হল
পরস্পরের থেকে
দূরে পালানোর দৌড়...