ও পা র    বাং লা  

অলংকরণ : শুভদীপ মন্ডল 



ধী মা ন  পূ র বী  রা য়

( বাংলাদেশ )



নক্ষত্র জল হাস


এক দিন সত্যিকার প্রজাপতি বই হলে খুব মনে পড়ে মেয়ে,

জলপাই বুক...।

জলগুলোর রাতের পায়ে তোমার ভীষন দুঃখ।

মলাটের গ্যারেজে ছোট ছোট

বিচিত্র আকাশ, কালো নক্ষত্র, চাঁদ, শুকতারা পৃথিবী, খেজুরের শীতে বসে থাকে ধান ক্ষেত

উজ্জ্বল মাছ, মৃত শব্দ, নবান্ন ভাত, গোলাপের মাংস

নক্ষত্র জল হাস কুয়াশার ঠোঁটে.....



জানালা


জানালার ফাঁকে চড়ূইটা ফুড়ুত করে হেসে উঠে...

আমি রোজ শুকাতে দেই রোদ্দুর, কিয়ৎ পরিমান মুগ্ধতা...

টেবিলের উপরে শোভা পায় শুদ্ধতা

কি বিচিত্র মৌমাছি বার বার বুকের দিকেই গুনগুন করে

আমিও তাকে সায় দেই উপরে একটা বোতাম আলতোভাবে খুলে দেই

পিছনের ছিপকিনি থেকে বের করি পলিথিন মোড়া এক গোছা অবেলা..

চড়ূইটা অদৃশ্য একটা কান্ড করে ....

টেবিলের উপর পড়ন্ত মধুরতা লেপে আলপিনের মত এক শোক আটকে দেয়

আমার আঙ্গুলে...