বুক   রিভিউ  



মু সা ফি র না মা

প্রকাশনা- ঋতুযান, দাম- ২০০/- 

সম্পাদক : দেবব্রত স্যান্যাল 

আলোচক : বৈ জ য় ন্ত  রা হা 


সলে ছবি। আসলে কবিতা। আসলে নৈঃশব্দ্যের সাথে শব্দযাপন। সাদায় কালোয় সেপিয়ায় এক চলার গল্প। এক অনতিক্রম্য পরিক্রমা…যার নাম মুসাফির নামা।

বইটা উলটে একটু থমকাতে হয়। চিত্রশিল্পীর ফোটো নয়, পিছনে জল রঙের আভাস ফুটে ওঠে চিত্রশিল্পীর জীবন বোধের। আমি ফোটো  ছাড়িয়ে ঢুকে পড়ি সেই অন্তর্দর্শনের মধ্যে। টুকরো টুকরো কবিতা, খুব নির্জনে শিল্পী কথা বলে চলেছেন নিজের সঙ্গে  , নিজের যাপনের সঙ্গে,  শব্দহীন, লেন্সের ভিতরে… খন্ড চিত্র নয়, একটা বিরাট চিত্রের কিছু কিছু খন্ড ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে… পাতায় পাতায় কিছু কিছু শব্দের দ্যোতনায়, কিছু পঙক্তির ভিতর দিয়ে ছবি উঠে এসে আবার কবিতার মধ্যে মিলিয়ে যাচ্ছে…পুরোটাই এক বিশুদ্ধ কবিতা … আপনি চাইলে পড়তে পারেন, নাও পারেন, কিন্তু বইটা উল্টালে , আপনাকে একান্তে পড়ে ফেলবে ‘মুসাফির নামা’ –আপনি পারবেন না, কিছুতেই পারবেন না পালাতে।

চাইব, সুমিতা ও দেবব্রতর এরকম যৌথ প্রয়াস অব্যাহত থাকুক।

( A photo collection book of Sumita Nag with many poetries wriiten by many poet )