গুচ্ছকবিতা
![]() |
অলংকরণ : শুভদীপ মন্ডল |
শতদল মিত্র
অ-সাধারণের আত্মজীবনী
।। এক ।।
রাত যত ঘন হয়
জেগে ওঠে পোড়োবাড়ি
জেগে ওঠে পশ্চিমের বাঁশের বন
আধিভৌতিক ধ্বনিময়
জরুলের জলে ঘাই মরে চাঁদ
আলোকের এই মতো প্রতারণা ঠেলে
রাত ওলটাই
মুখোমুখি আমি আর ভয়...
রাত্রিটি আমাকে খেলে
কালো কালি বর্তমান লেখে
আলো জ্বেলে, আলো জ্বেলে—
এ বাড়ি একান্ত আমারই
ভূত এবং ভবিষ্যময় !
।। দুই ।।
হাওয়ারা মাঝে মাঝেই আসে
আর চলে যায় ছুঁয়ে ছুঁয়ে আমাকে
উত্তরে হাওয়ায় কেঁপে উঠি যদি
পূবালি হাওয়ায় জীবন লিখি
আবার দখিনা হাওয়ার টানে
স্বপ্নেরা ভেসে এলে ফুল ফোটাই আশমানে
কখনো কাল বৈশাখীর ক্ষ্যাপা হাওয়া
বৃষ্টি আঁকে সেই স্বপ্নে...
হাওয়ারা মাঝে মাঝেই আসে
আর চলে যাওয়ার আগে
বলে যায় বাঁধা লব্জে—
একদিন সে আমাকে নিয়ে যাবে
তেপান্তরের সেই মৃত্তিকায়
যে মাটি ভালোবেসে অন্ন বুনতে জানে!
।। তিন ।।
ওত পেতে আছে রাত
আঁধার নখে তার, বোনে হননের আহ্লাদ
শীতঘুম গান গায়, আর
শিকড়ে শিকড়ে ছেনাল সে লিপি
নক্ষত্রের গল্প বলে, তারার আলোকিত উড়াল
যদিও গল্পের ঠোঁটে
লোহিত বামনের বিন্যাস !
নিঃসাড় ঘুমে যাওয়াই ভবিতব্য যদি
তবে সত্য হোক
অঞ্জলিবদ্ধ পান্না-সবুজ
স্লিপিং পিলের প্রেম—
পরবর্তী গল্প যা কিছু উসকানিমূলক
বলে দেবে পোস্টমর্টেম, ঘুম-শীতল।