অফবিট
জয়ন্ত দত্ত : দুর্গাপুর স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL)-এ চাকরি করেন। হুম লেখালেখিও করেন। অভাবে নয়, স্বভাবে বলতে পারেন। সময় চুরি করে মেলায়, মাঠে, পুজোর প্যান্ডেলে কখনো টেবিল পেতে কখনো বা গাছতলায় বসে বই বিক্রি করেন। নামি দামি অনামি অনেকের বই। হিসেব করে বই বিক্রির টাকা তুলে দেন লেখকের হাতে।
ধরুন আমার লেখা বই আপনাকে উপহার দিয়েছি। সম্ভবত আপনার বাড়ির কোনো সদস্য রোদ্দি দরে বইটি বিক্রি করে দিয়েছেন! জানি না জয়ন্ত দত্ত বইটি কিভাবে হাতে পেলেন!
শুনেছি মালকোঁচা ধুতি পাঞ্জাবি কাঁধে বই ভর্তি ব্যাগ, বইমেলায় ঘুরে ঘুরে নিজের লেখা বই নিজেই বিক্রি করতেন কবি বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। জানি জয়ন্ত দত্তের সঙ্গে আক্ষরিক তুলনাও চলে না। শুধু মাথা নত হয়ে যায়।
সৌজন্যে : খোঁজ