।। গুচ্ছকবিতা ।। 

অলংকরণ : শুভদীপ মন্ডল




জ্যো তি র্ম য়  মু খো পা ধ্যা য়



পোশাক খুলে রাখো

এতটুকু আড়াল হলেই যথেষ্ট
নামিয়ে রাখো চোখ
চোখ মেলাতে আমি ভয় পাই
মনে হয়, আমার কোনও আড়াল নেই
তোমার নামানো চোখেই
আমি আড়াল খুঁজে নেব


তারপর বেশ ঘটনাবহুল

আয়না দেখতে দেখতে হেঁটে যাওয়াকে
আমি মোটেই ব্যতিক্রমী ভাবি না
তুমি তো জানই, সবকিছুর মধ্যে
একটা আড়াল থাকা জরুরি
ফিরতে হবে বলেই
অতিক্রম করব এমন তো নয়


আচ্ছা বলো তো

ধীর পায়ে হাঁটলে কি পা ঘন হয়?
অবাক, আসলে একটা থামার নাম
জাস্ট পজ্, কাঁটারা ঘড়ি হচ্ছে
ঘড়ির নাম, ক্রৌঞ্চবক


ধীরে ধীরে বুঝতে পারছি

এই যে আছি, এরই নাম সময়
নদীর ধারে একটা বাড়ি করব
ঠিকানাটা মনগড়া
যেখানে জল বিক্রি হবে না