।। ওপার বাংলার কবিতা ।।
![]() |
অলংকরণ : শুভদীপ মন্ডল |
ধী মা ন পূ র বী রা য়
পতঙ্গ
১। ফেমিকন চুলের চিনিগুল পাথর, নাকফুল....
ওম ভরে উঠেছে রোদ।
২। নোমান হরিণ ছুঁয়েছে আত্মা... দেহত্যাগ ভেঙ্গে সুন্দর সুফল,
পতঙ্গ...।
৩। কলিচুন চুষে খায় মৃতদেহ
বাকলের মিঠা জল, নাগফুল
কুকুর
১। শূন্য থেকে বুনেছে শস্য
শেফালি খেজুর....
২। দ্রোবাদী পেটের ভিতর অসংখ্য কুকুর।
৩। তার চোখে দীর্ঘ রাস্তা
অপেক্ষার।