।। অণু কবিতা ।।
![]() |
অলংকরণ : রন্তিদেব সরকার |
র বী ন ব সু
মায়াপথ
তারার ছায়ায় কারা কাঁপে, হাঁটে
মায়াপথ বিছিয়ে দেয় বিভ্রম;
ভ্রমণের সাথে সমূহ বিষাদ
দিনান্তের অশ্বারোহী আনুভূমিক।
বি কা শ ম ন্ড ল
অণু অণু অনুভব
সত্য
এক আর একমাত্র পরিবর্তন
সাঁকো
এপার ওপার দ্যায় জুড়ে, আঁকো
শ ত দ ল মি ত্র
এপিটাফ
রাত্রির শরীরে নিঃসঙ্গ
ভিজতে ভিজতে
মরি যদি একা—
লাশকাটা ঘরে
মুঠি খুলে দেখে নিও
সেখানে মগ্ন মৃত্তিকা-রেখা!