।। বই পাড়া ।।
‘মেখলা ক্যাকোফনি’
গোত্র: কবিতা ● কবি: রাজীব মৌলিক
প্রকাশক: প্ল্যাটফর্ম প্রকাশন ● বিনিময়: ৭০/-
‘মেখলা ক্যাকোফনি’ (২০১৯) রাজীব মৌলিকের প্রথম কবিতার বই। অর্পণ মাজীর মন কেমন করা প্রচ্ছদ পাঠককে একরকম বাধ্য করে পাতা ওল্টাতে। মানসম্পন্ন কাগজে সর্বমোট ২৮ টি নাতিদীর্ঘ কবিতার সঙ্কলন। চায়ের কাপে চুমুক দিতে দিতে মেখে নেওয়াই যায় সাদা মাঠা আটপৌরে জীবনের ভাষা।
ভাষার অতিলালিত্য ঝেড়ে ফেলে স্পষ্ট ও কঠোর হয়ে ধরা পড়েছে নগর জীবন। একলা মুহূর্ত ফিরিয়ে দেয় বিদীর্ণ অতীত- “ছবির মানুষ পলক ফেলে না”, “জ্বর তো বাবার রেখে যাওয়া মহামারি”। আমরা বোধহয় “সকলে দিনান্তে মাটিহীন, বিষাদ রাখার জন্য খুঁজে নিচ্ছি একে অপরের ভাড়াবাড়ি”। প্রায় সব কবিতার শেষ পঙক্তিতে এমন একটা আবেশ লেগে রয়েছে যার রেশ অনেকটা সময় মনের মধ্যে ভালোলাগা হয়ে থেকে যায়। সুখ-দুঃখ, প্রেম-অপ্রেম, প্রতিবাদের ভাষা হয়ে উঠছে কবিতা। সেই কবিতাকে বাঁচিয়ে রাখার একমাত্র কৌশল হল যাপন। হাত বদলে আরও প্রশস্ত হোক কবিতার গতিপথ, “বেঁচে থাকুক বাড়ির প্রতিটি দরজা”।
সৌজন্যে : খোঁজ