স্মরণিকা

নাসের হোসেন
(২রা জানুয়ারি, ১৯৫৮ - ৯ই ডিসেম্বর, ২০২০)




কিছু অসমাপ্তি


যেতে পারো, তবু যেতে পারো না, এখন তুমি যে পরিসরে
অবস্থান করছো সেখানকার সব কাজ সব কর্তব্য
সমাধা না করে তুমি যেতে পারো না, একটা পরিসরের
কাজ শেষ করে, সুষ্ঠুভাবে শেষ করে, তবেই পরবর্তী
পরিসরে ঢোকা, তা নইলে সব কাজই থেকে যাবে অসমাপ্ত
আর সকলেই জানে, অসমাপ্ত করে রাখা মোটেই
মানুষের পক্ষে সমীচীন কাজ নয়, তবু কিছু
অসমাপ্তি থেকেই যায়।