বুক রিভিউ
‘তীর্থংকর মল্লিনাথ’
লেখক: তুষারকান্তি রায়
প্রকাশক: অভিযান পাবলিশার্স
মূল্য: ২০০/-
আলোচক: দীপাঞ্জন দাস
বইটিতে আনুমানিক খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের ঘটনাবলির উল্লেখ রয়েছে। জৈন ধর্মের
অন্যতম তীর্থংকর মল্লিনাথ-এর উত্থানের কাহিনী বর্ণিত হয়েছে সুচারুভাবে। রাজকুমারী মল্লি শৈশব থেকেই অস্ত্রশিক্ষা থেকে ধর্মশিক্ষা, সবেতেই ছিলেন সমান পারদর্শী। রাজশ্রী কুম্ভের সুশাসনে মিথিলা রাজ্যকে যা নিশ্চিত উন্নত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছিল প্রতিনিয়ত। কিন্তু সৃষ্টিকর্তা মল্লিকে অন্য ভাবে গড়ে তুলতে চেয়েছিলেন।
অন্যতম তীর্থংকর মল্লিনাথ-এর উত্থানের কাহিনী বর্ণিত হয়েছে সুচারুভাবে। রাজকুমারী মল্লি শৈশব থেকেই অস্ত্রশিক্ষা থেকে ধর্মশিক্ষা, সবেতেই ছিলেন সমান পারদর্শী। রাজশ্রী কুম্ভের সুশাসনে মিথিলা রাজ্যকে যা নিশ্চিত উন্নত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছিল প্রতিনিয়ত। কিন্তু সৃষ্টিকর্তা মল্লিকে অন্য ভাবে গড়ে তুলতে চেয়েছিলেন।
পূর্বজন্মে বীতশোক রাজ্যের রাজা মহাবল অভিশাপগ্রস্ত হয়ে এজন্মে মল্লিরূপে জন্মগ্রহণ করেছেন এবং পূর্বজন্মে সঞ্চিত পূণ্য তাকে জ্ঞানালোকে উদ্ভাসিত করেছে-এই প্রবাহিত মিথকে লেখক তুলে ধরেছেন।
পাণিপ্রার্থী হয়ে আসা ছয় রাজপুরুষ যুদ্ধের ইচ্ছা পরীক্ষা করে কীভাবে হয়ে উঠলেন প্রব্রজ্যা, তার বিবরণে অহিংসার চরম সত্যটি আখ্যায়িত হয়েছে। পূর্ব জন্মের কঠোর কৃচ্ছসাধনের পড়েও সিদ্ধিলাভে ব্যর্থ হয়ে পুনর্জন্মে বৈরাগ্যের সাথী হয়ে ওঠা আদৌ দৈহিক নয়, নিতান্তই আত্মিক।
হিংসার পথকে পাথেয় করে সমস্ত শ্রেণীর মানুষকে জ্ঞানালোকের উন্মোচিত করার যে প্রচেষ্টা তীর্থংকর মল্লিনাথ করেছিলেন তার আভাস এই বই থেকে পাওয়া যায় যা, লেখকের লেখনীর গুণে আরও জীবন্ত হয়ে উঠেছে। তবে, মল্লিনাথ এর সাধিকা জীবনের থেকেও সাধিকা হয়ে ওঠার কাহিনী অধিক গুরুত্ব পেয়েছে লেখনীতে। মল্লিনাথ এর আধ্যাত্মিক জীবনের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা থাকলে পাঠক যে আরো আনন্দিত হত, সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। তথাপি, ইতিহাসের তুলনামূলক কম আলোচিত যে অধ্যায়গুলি লেখক এই বইয়ে উন্মোচিত করেছেন তা অবশ্যই প্রশংসার দাবি রাখে...।