স্মরণিকা


অলোকরঞ্জন দাশগুপ্ত 

         (৬ই অক্টোবর, ১৯৩৩ - ১৭ই নভেম্বর, ২০২০)


একটি শবযাত্রা 


 স্পষ্ট আমি বলতে পারি ঐ

অন্তিম শয্যার শাদা আবরণী তুলে ফেলে কেউ

ভিতরে তাকাও যদি, দেখবে কোনো মৃতদেহ নেই।


তবে যে একদল কান্নাকীর্তনীয়া জলজ্যান্ত লোক

ঈশ্বরের ডাকনাম কাদায় লুটিয়ে চলে যায়

আমি বলে দিতে পারি ওরাই ছয়টি মৃতদেহ।।




সৌমিত্র চট্টোপাধ্যায়

(১৯ই জানুয়ারি, ১৯৩৫ - ১৫ই নভেম্বর, ২০২০)


শোক প্রস্তাব

গেলে কি খুশি হবে কিছু লোক?
হাঁফ ছেড়ে বলবে তখন ‘‘যাই বলো, বড় বেশি
বাড়াবাড়ি হয়ে গেছে লোকটাকে  নিয়ে
এত কিই বা, কি এমন ছিল? নেহাতই...’’