স্মরণিকা
একটি শবযাত্রা
স্পষ্ট আমি বলতে পারি ঐ
অন্তিম শয্যার শাদা আবরণী তুলে ফেলে কেউ
ভিতরে তাকাও যদি, দেখবে কোনো মৃতদেহ নেই।
তবে যে একদল কান্নাকীর্তনীয়া জলজ্যান্ত লোক
ঈশ্বরের ডাকনাম কাদায় লুটিয়ে চলে যায়
আমি বলে দিতে পারি ওরাই ছয়টি মৃতদেহ।।
শোক প্রস্তাবগেলে কি খুশি হবে কিছু লোক?হাঁফ ছেড়ে বলবে তখন ‘‘যাই বলো, বড় বেশিবাড়াবাড়ি হয়ে গেছে লোকটাকে নিয়েএত কিই বা, কি এমন ছিল? নেহাতই...’’